প্রেমের গুঞ্জনের মধ্যেই গ্রিসে দেখা গেল কৃতি-কবিরকে
গত কিছুদিন ধরেই বলিউডপাড়ায় গুঞ্জন গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন ও যুক্তরাজ্যের ব্যবসায়ী কবির বাহিয়া। সেই গুঞ্জন এবার ডালপালা মেলেছে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ছবিতে। যেখানে গ্রীক দ্বীপ মাইকোনোসের মনোরম স্থানে একসঙ্গে দেখা গেছে দু’জনকে।
নিজের ৩৩তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গ্রিসে ছুটি কাটাতে গেছেন কৃতি। সেখানেই এবার দেখা মিলল গুঞ্জন ছড়িয়ে পড়া কৃতির প্রেমিক কবিরের। এ সময় একটি গোলাপী টপ ও শর্টস পরা অবস্থায় কৃতি ও কবিরকে দেখা গেছে গ্রিসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ করতে। যদিও দু’জনের কারোই মুখ দেখা যায়নি ছবিটিতে। ছবিটি তোলা হয়েছে দু’জনের পেছন থেকে। তবে এরপরও সবাই বিশ্বাস করছে ছবিতে কৃতি ও কবিরই ছিলেন।
দু’জনের একসঙ্গে হওয়ার বিষয়টি আরও পরিষ্কার হয়, কবির তার ইনস্টাগ্রামে গ্রীক দ্বীপের একটি ছবি শেয়ার করলে। যদিও সেই ছবিতে কৃতিকে ট্যাগ করেননি কবির। তবে ভক্তদের ধারণা আলো ঝলমলে এমন রোমান্টিক ছবিটি নিশ্চয় কৃতির জন্যই শেয়ার করেছেন কবির।
অবশ্য এবারই এ দুজনকে প্রথমবার এক সঙ্গে দেখা গেছে তেমনটি নয়, এর আগে ২০২৪ কে বরণ করে নেওয়ার সময় কৃতি তার বোন নুপুর স্যানন ও তার প্রেমিক স্টেবিন বেন ও কবিরকে দেখা গিয়েছিল একসঙ্গে পার্টি করতে। সে সময় এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষীর সঙ্গেই দেখা করেন তারা। যেই ছবি সে সময় বেশ সারা ফেলেছিল নেটিজেনদের মধ্যে।
সোনালী বার্তা/এমএইচ