শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

গাজীপুর প্রতিনিধি / ১১৮ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একই স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও একটি বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ও উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। কালীগঞ্জ প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, মৎস্যচাষি রুহুল আমিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, মৎস্য চাষি, ব্যবসায়ী, স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর