ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের অবস্থান কর্মসূচি
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন সময় জনজীবনে স্বস্তি এবং সাধারণ মানুষের জান মাল নিরাপত্তায় রাজপথে সর্তক পাহারায় ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, সহ সভাপতি নুরুল আমিন রুহুল,হাজী মো:সাহিদ,শরফুদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির, দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজসহ শত শত নেতা কর্মী।
সোনালী বার্তা/এমএইচ