সাঈদীর মামলার বাদী ও সাক্ষী নিখোঁজ
পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীরা নিখোঁজ রয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদের পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়ভাবে জানা যায়।
মামলার বাদী উপজেলার পাড়েরহাট এলাকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব, সাক্ষী গৌরাঙ্গ, আলতাফ, নবীন, মাহতাব উদ্দিনসহ সাক্ষীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে তাদের নিরাপত্তাকর্মী পুলিশ ক্লোজ করা হয়েছে বলে জানা যায়।
পরিবারের সদস্যরা জানান, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে যেকোনো সময় দুষ্কৃতরা তাদের ওপর অ্যাটাক করতে পারে বলে আমরা আশঙ্কায় আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। একজন ৭ (সাত) বছরের শিশু মুক্তিযোদ্ধা বাদী হয়ে বিশ্ববরেণ্য আলেমকে জেল খাটিয়ে এবং সরকারের মদদে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক মুফাচ্ছিরে কুরআন ও আমাদের অহংকার।
সোনালী বার্তা/এমএইচ