কেন্দ্রীয় নির্দেশনা অমান্য, ভাঙচুর-লুটপাটে ব্যস্ত নেতারা
# মতলব উত্তর বিএনপি নেতা তোফায়েল পাটোয়ারির তান্ডব
# সোনালী বার্তার প্রকাশকের বাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ
# ভাঙচুর ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধে বিএনপির কঠোর হুশিয়ারি
# ভাঙচুর ও লুটপাটের প্রমাণ সাপেক্ষে চার যুবদল নেতা বহিষ্কার
# চাঁদা আদায়ের অভিযোগে বেশকয়েকজন ছাত্রদল নেতা বহিষ্কার
গত সোমবার রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ মুহুর্ত পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিলনা। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের উপস্থিতিও চোখে পড়েনি। সুযোগে দেশব্যাপী ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ত হয়ে পড়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু অতি উৎসাহী ও সুযোগ সন্ধানী নেতাকর্মীরা। তবে কেন্দ্র থেকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কঠোর বার্তা দেয়া হয়েছে। সর্তক বার্তায় বলা হয়েছে, যে বা যারাই অগ্নিসংযোগ, ভাঙচুর লুটপাটের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ছাত্র-জনতার আন্দোলনের ফলে ২০২৪ সালে দেশের জনগণ নতুন এক স্বাধীনতা দেখেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। গত বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ধর্ম-বর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নিরাপত্তা দিতে হবে। যে যেখানে বসবাস করছেন, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের ভূখণ্ডে সব জনগণের পরিচয় একটি, সবাই বাংলাদেশি।
এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে দলের ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এখন কেউ যাতে কোনো ধরণের অরাজকতা সৃষ্টিতে ভাঙচুর ও লুটপাট না করতে পারে সেজন্য সাংগঠনিক টিম, এলাকা ভিত্তিক টিম তৈরি করে কাজ করে যাচ্ছেন। যেখানে সহিংসতার খবর পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন সংশ্লিষ্ট এলাকায় শান্তি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত নেতাকর্মীরা। দেশের বেশকিছু স্থানে অরাজকতা করতে স্থানীয় জনসাধারণ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেও পাহারার মুখে পড়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়; ইতোমধ্যে বেশকয়েকজনকে সহিংসতায় সম্পৃক্ততা থাকার প্রমাণ সাপেক্ষে বহিষ্কারও করা হচ্ছে।
আমাদের চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুরের ১০ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফায়েল পাটোয়ারির নেতৃত্বে হামলা চালানো হয়েছে দৈনিক সোনালী বার্তার প্রকাশক ও সম্পাদক মো: রিয়াজ উদ্দিনের বাড়িতে। হামলায় তছনছ করা হয়েছে বাড়ির সমস্ত আসবারপত্র। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে প্রয়োজনীয় সকল জিনিসপত্র। হামলাকারীরা শুধুমাত্র নারকীয় তান্ডব, ভাঙচুর ও আগুন লাগিয়েছে এমন নয়; হামলাকারীরা বাড়িতে বসবাসরত বৃদ্ধ থেকে শুরু করে শিশুদের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। কারো কাছে অভিযোগ দিলে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। এছাড়াও বিএনপি নেতা তোফায়েল পাটোয়ারির নেতৃত্বে ভাঙচুর ও আগুন দেয়ার সময় ছিলেন সুমন, শাকিল, তৌফিক, সজীব, ত্বকী, মোখলেস, মোফাজ্জল, মোফাজলের ছেলে রিফাতসহ আরো অনেকেই। এমনকি মো: রিয়াজ উদ্দিনের বাড়ির পুকুরের মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে।
জানতে চাইলে দৈনিক সোনালী বার্তা প্রকাশ ও সম্পাদক মো: রিয়াজ উদ্দিন বলেন, মতলব উত্তর বিএনপির আহ্বায়ক ও ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফায়েল পাটোয়ারির নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালিয়েছে। সব কিছু ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তখন বাড়িতে অবস্থান করা আমার ৭৫ বছরের বেশি বয়সী মাকে লাঞ্জিত করা হয়েছে। যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছেন। বাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে সব পুড়িয়ে ফেলা হয়েছে। এখন মায়ের থাকার জায়গা নেই। ঘটনার পর থেকে আমার মা মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন। এক দিকে নিরাপত্তাহীনতা অন্যদিকে বসবাসরত বাড়িটি এখন পরিত্যক্ত হয়ে পড়ায় সব সময় আতঙ্কিত অবস্থা দেখা দিয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা তোফায়েল পাটোয়ারি সোনালী বার্তাকে বলেন, ‘আমি রিয়াজ উদ্দিনকে ভালো করে চিনি, কাজেই অহেতুক কথা বলবেন না। এলাকায় এসে দেখে যান; বলে ফোনকল কেটে দেন।
গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে কথা হয় বেশকয়েকজন প্রবীণ মানুষের সাথে। তারা বলছেন তোফায়েল খুব জঘন্য কাজ করেছে; বাড়িতে বয়স্ক লোক রেখে লুটপাট আর আগুন দিল এটা মানা যায় না। বিএনপি থেকে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সবাই খুশি হবো। এবং ভবিষ্যতে কেউ আর এই ধরণের অপকর্ম করতে সাহস পাবে না। তার জন্য মতলব উত্তর বিএনপির বদনাম হলো। এটা খুবই দুঃখজনক।
এদিকে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোনালী বার্তাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে সারাদেশ থেকে। আমরা দলের বাইরে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কাছ থেকে খোজ খবর নিয়ে প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমি প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তাকে বলেছি, আমার দলে হবে আগে শুদ্ধি অভিযান। আমার নাম বলে কেউ পার পাবে না। আমাকে তথ্য দেবেন। কোনো দুর্বৃত্তকে ছাড় দেওয়া হবে না।
এদিকে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাঁদাবাজির জন্য যাওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুকিতুল আহসান রঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামদুদ।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সোনালী বার্তাকে বলেন, বিএনপির লোকজন করুক বা অন্য কেউ করে বিএনপির ওপর দোষ চাপিয়ে যাক। দলের হাউকমান্ড হুশিয়ারি দিয়েছেন নৈরাজ্যের বিরুদ্ধে। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে সম্পৃক্ততা থাকলে প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল করেছে বিএনপিও যদি একই ভুলের পথে হাঁটে তাহলে ভবিষ্যত সুখকর হবে না।
জানা গেছে, লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৪ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মো. হুমায়ুন, মো. কাউসার, মো, সাদ্দাম ও মো. বাশার। বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিস্কৃত হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এছাড়াও এক স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে গত বুধবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউছার মানিক বাদলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাদা প্রিন্স নামে এক ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ মেজুর বাড়িতে হামলা-ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। প্রিন্স রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। পৌর মেয়র মেজু জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা বিএনপির সভাপতির নাম করে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মো. মামুন গাজী (৩২) নামে যুবক আটক হয়েছেন। তার সঙ্গে ছাত্রদল কর্মী পরিচয়ে আসা ফজলু নামে আরেক যুবক জনতার মারধর খেয়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের তরপুরচন্ডি এলাকায় পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। আটক মামুন শহরের চেয়ারম্যান ঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। পালিয়ে যাওয়া ফজলু একই এলাকার বাসিন্দা।
সোনালী বার্তা/এমএইচ