বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী রাশিয়া অধিকৃত কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ভয়াবহ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিএনএন ও আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলটিতে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে। বুধবারেও হামলার ঘটনা ঘটেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে বড় মাত্রার উসকানি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিয়েভ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেসামরিক, আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সে নির্বিচারে হামলা চালিয়েছে।

রুশ কর্তৃপক্ষ এবং সামরিক ব্লগার বলেছে, রাশিয়ায় ঢুকে ইউক্রেনের বাহিনী স্থল ও আকাশপথে সুদজা শহরের কাছে হামলা চালিয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় ৩১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর