মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

সীমিত পরিসরে রাজধানীর বিভিন্ন থানায় কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

রাজধানীর বিভিন্ন থানায় সেনাবাহিনীর সহযোগিতায় কাজ শুরু করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেছে সেনাবাহিনী। তারা কথা দিয়েছেন থানায় কোনো প্রকার হামলা হবে না।

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে বলেও জানান তিনি।

তেজগাঁও অঞ্চলের ডিসি জানিয়েছেন, তেজগাঁও জোনের তিনটি থানার কাজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বাকি তিনটির কাজ শুরু করতে দেরি হবে। তিনি জানান, থানা জনগণের, পুলিশও জনগণের। পুলিশ সদস্যদের থানায় ফিরতে সহযোগিতার আহবান জানান তিনি।

তেজগাঁও থানার ওসি জানান, আমরা আমাদের সহকর্মীদের হারিয়েছি। আমরা সবসময় চেইন অফ কমান্ডে কাজ করি। জনগণকে বলবো আমাদের আবারো আস্থার জায়গাটা দিন।

স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে এমন থানার নাম 

১। রমনা, ২। শাহবাগ, ৩। নিউমার্কেট, ৪। কলাবাগান, ৫। ধানমন্ডি, ৬। হাজারীবাগ, ৭। কোতয়ালী, ৯। চকবাজার, ১০। সূত্রাপুর, ১১। ডেমরা, ১২। গেন্ডারিয়া, ১৩। মতিঝিল, ১৪। সবুজবাগ, ১৫। শাহজাহানপুর, ১৬। তেজগাঁও, ১৭। শেরে-বাংলানগর, ১৮। হাতিরঝিল, ১৯। শাহ আলী, ২০। কাফরুল, ২১। ভাষানটেক, ২২। দারুসসালাম, ২৩। রূপনগর, ২৪। গুলশান, ২৫। ক্যান্টনমেন্ট, ২৬। বনানী, ২৭। উত্তরা পশ্চিম, ২৮। উত্তরখান, ২৯। বিমানবন্দর

এমমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর