মাদারীপুরে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলার অধিকাংশ বাজার তদারকিতে কাজ করতে (মনিটরিং) দেখা গেছে। শনিবার (১০ আগস্ট) শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্নস্থান পুরান বাজার ও ইটেরপুল বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন তাঁরা। এসময় সেনাবাহিনী ও র্যাব তাদের সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানগুলোতে গিয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান,তারা যেন নিত্য পণ্যের মূল্য তালিকা ক্রেতার সম্মুখে রাখার জন্য। ক্রেতাদের কাছ থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে কেউ যাতে অতিরিক্ত মুনাফা না নিতে পারে। এবং যাতে চাঁদাবাজি করতে না পারে, এজন্য সজাগ থাকতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
এছাড়াও শিক্ষার্থীরা পুরো জেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রমে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিযোজিত রয়েছে বলে তারা জানিয়েছেন। দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীদের নেতৃবৃন্দ জানিয়েছেন ।
অপরদিকে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাদারীপুর জেলায় পরিস্কার, পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন অসংখ্য শিক্ষার্থীরা।
এসময় নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থানা ময়লা আবর্জনা সবাইকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আহবান জানান শিক্ষার্থীরা । কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সোনালী বার্তা/এমএইচ