সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাবেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোববার বেলা পৌনে ১১টার দিকে তার উপস্থিত থাকার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, রোববার (১১ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যাবেন।

পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর