জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।
ওই দিনই জাতির উদ্দেশে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি। তাই এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে রোববার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিকে ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না। এটি ছিল একটি বিপ্লব।
যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন, তখন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী ও সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্প দিয়েছিল। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া। অপরটি হলো দেশ ছেড়ে যাওয়া। আর শেষ মুহূর্তে তিনি (শেখ হাসিনা) দেশত্যাগের সিদ্ধান্ত নেন।
বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, বিক্ষোভ দমনে সেনাবাহিনী অস্বীকৃতি জানালে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বেজে যায়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখন আবারও আলোচনায়। আগামী নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল।
ফখরুল আরও বলেন, সেনাবাহিনী যে দেশের রক্ষক, সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে। তাই আমার মনে হয় না তারা (সেনাবাহিনী) এমন কিছু করবে, যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়।
সোনালী বার্তা/এমএইচ