নেইমারকে নিয়ে তরুণীর বিস্ফোরক মন্তব্য
ব্রাজিলের এই সময়ের সেরা তারকা ফুটবলার নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্যারাগুয়ের নারী সাঁতারু লুয়ানা অলন্সোর।
স্পেনের রাজধানী প্যারিসে চলমান অলিম্পিক গেমসে অংশ নিতে গিয়ে অভিযোগ করেন লুয়ান। গেমস ভিলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগ লুয়ানাকে দেশে ফেরত পাঠায় প্যারাগুয়ে।
দেশের একটি রেডিও অনুষ্ঠানে ২০ বছর বয়সি লুয়ানা বলেছেন, ‘নেইমার আমাকে ব্যক্তিগত মেসেজ করেছে। এটুকুই আমি বলতে পারি। তাতে কী কথা লেখা সেটা আমি এখানে বলতে পারব না।’
গত বছরের অক্টোবরে চোটাক্রান্ত হন নেইমার। সম্প্রতি তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ব্রাজিলের এই তারকা।
নেইমারকে ছাড়াই সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন নেইমারের ক্লাব আল হিলাল। দলটির কোচ জানিয়েছেন, নতুন মৌসুমের শুরুর দিকেও খেলতে পারবেন না নেইমার।
সোনালী বার্তা/এমএইচ