মাদারীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ
বাংলাদেশে চলোমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন হামলা, মঠ-মন্দির-ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে মাদারীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।
রোববার (১১ আগস্ট) বিকেল ৩টায় শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানাদের এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশের তারা তাদের বিভিন্ন দাবি স্লো-গানের মাধ্যমে তুলে ধরেন।
এদিন বেলা দুইটা থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বাধীনতা অঙ্গনে প্রবেশ করে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। পরে হাজার হাজার হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের লোকজন সড়ক দখল নেয়। সেখানে তিন ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। বিক্ষোভ সমাবেশে ‘জ্বালাও পোড়াও বন্ধ করো, মানুষ হওয়ার চেষ্টা করো’,
‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পাশাপাশি আমরা এ দেশ ছাড়ব না, আমার মন্দিরে হামলা হয়, হিন্দুদের নিরাপত্তা চাই, স্বাধীন দেশে সংখ্যালঘুরা স্বাধীন না কেন ও সংখ্যালঘু সুরক্ষা আইন চাই, ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় সড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। ফলে শহরের চলাচলকারীরা বেশ ভোগান্তিতে পড়েন।বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশজুড়ে হিন্দুদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, ক্ষমতার পালাবদল হলেই সংখ্যালঘুদের ওপর হামলা হয়। দেশটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। সবাই আমরা ভাই ভাই, একসাথে মিলেমিশে থাকতে চাই।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি শ্যামল দে, পূজা উদযাপন কমিটির মাদারীপুর জেলা শাখার
সভাপতি প্রানতোশ মন্ডল, সদর উপজেলার সাধারণ সম্পাদক সজল রায় সনাতন প্রমুখ।পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
সোনালী বার্তা/এমএইচ