কমলাপুর টিটিপাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ। বাহিনীটির থানা, ট্রাফিক স্থাপনায় হামলা, সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণের বাইরে।
সারা দেশে ট্রাফিক পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ছাত্র-জনতা।
রাজধানীর কমলাপুর টিটিপাড়া ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করছেন অসংখ্য ছাত্র। তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রাফিক আইন মেনে গাড়ি পরিচালনা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।
ট্রাফিক সিগনালে দায়িত্ব পালন করা মো.আব্বাস, মো. হান্নান ও মো. রাজিব, মো. গোলাম মোস্তফা সিগনালগুলোতে ট্রাফিক পুলিশ নিয়োজিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করেন।
এমআর
ছাত্র জনতা কে ধন্যবাদ,