বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

টাকার বালিশে ঘুমাতে পারবে না অর্থপাচারকারীরা: গভর্নর

সিনিয়র রিপোর্টার / ৩১ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থপাচারকারীরা টাকার বালিশে ঘুমাতে পারবে না। অর্থপাচারকারী‌দের ধরতে হ‌বে। এসব কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, তারা চিহ্নিত হলে শাস্তির আওতায় আনা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দা‌য়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গভর্নর ব‌লেন, শুধু সরকার বা বাংলা‌দেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহ‌লের সহায়তা নি‌য়ে অর্থপাচারকারী‌দের ধরতে হ‌বে। আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করব, যারা টাকা নিয়ে গেছে, তারা যেন কষ্টে থাকে। তারা টাকার বালিশে যেন ঘুমাতে না পরে। এজন্য আমাদের আন্তর্জাতিক আইন কাজে লাগাতে হবে।

তিনি বলেন, শুরুতেই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে। মূল্যস্ফীতি যে গতিতে বেড়েছে, আবার সেই স্বাভাবিক গতিতে কমবে। তবে, মূল্যস্ফীতি কমতে কিছুটা সময় লাগবে। ব্যাংক খাত থেকে টাকা বের করে নেওয়ায় অনেকগুলো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহসান এইচ মনসুর বলেন, বিভিন্ন ব্যাংকে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিভিন্ন দাবি-দাওয়া ও মালিকানা নিয়ে বিশৃঙ্খলা হচ্ছে। তবে, মালিকানা নিয়ে ন্যায়সঙ্গত বিষয়গুলো আইন অনুসারে দেখা হবে। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কাজ করতে হবে। এজন্য আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে বসতে হবে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে উদ্যোগ গ্রহণ করা হবে।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুরকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা আহসান এইচ মনসুরকে গভর্নরের দায়িত্ব দিতে সরকারকে বাংলাদেশ ব্যাংক আইনও পরিবর্তন করতে হয়েছে। আইন অনুযায়ী, এতদিন ৬৭ বছরের বেশি বয়সী কারো গভর্নর পদে থাকার সুযোগ ছিল না। সে কারণে ৭২ বছর ৮ মাস বয়সী আহসান এইচ মনসুরকে ওই দায়িত্ব দিতে আইনটি সংশোধন করতে হয়েছে। গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রস্তাব মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর অধ্যাদেশ জারি হয়।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর