বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী

সিনিয়র রিপোর্টার / ৪০ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

চলতি সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে সূচক বাড়ার পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪.৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১৪.৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত আছে ৪২টির।

ডিএসইতে এদিন মোট ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩২৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩২.৫৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১২৪ পয়েন্টে, শরিয়া সূচক ৪.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৩০.১৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ২১টির।

দিন শেষে সিএসইতে ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর