পুঠিয়ায় জামে মসজিদের দোকানকে কেন্দ্র করে দুই গুরুপের মধ্যে সংঘর্ষ
রাজশাহী পুঠিয়া উপজেলার পুঠিয়া সদর জামে মসজিদের দোকানে দখল নেয়াকে কেন্দ্র করে সাব্বির ও ফারুক গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এসময় ফারুক গ্রুপে আহত হয় ৪ জন। তারা হলো ফারুক (৪০), এনামুল(৪৫), উভয় পিতা-মৃত আব্দুল মতিন, সাং- পাচআনী বাজার, রুবেল (৩২), পিতা-এমদাদুল, সাং- পুঠিয়া, ভুট্টো (৩৫), পিতা-মতিন, সাং- পুঠিয়া।
অপর দিকে সাব্বির গ্রুপেও ৪ জন আহত হয়েছে, মোঃ চান্দু (৪৫), পিতা- গফুর, সা- কৃষ্ণপুর,শাকিব (২২), পিতা- সাইদুর, সাং- পুঠিয়া মেডিকেলপাড়া, দিপ (৩২), পিতা- দেলোয়ার, সাং- গন্ডগোহালী,বাবু (৩৩), পিতা- সামছু, সাং- পুঠিয়া মেডিকেলপাড়া, দুই গ্রুপের থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী।
উভয় গ্রুপের নেতা-কর্মীদের গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাকিব নামের ব্যক্তি প্রতিপক্ষের আক্রমনে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ গুরতর আহত সাকিবকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। থানায় অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনালী বার্তা/এমএইচ