মাদারীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর
মাদারীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হলের সাবেক জিএস এবং বর্তমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্তর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সারদেশে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ জনতা। বাদ যায়নি সাবেক নৌ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের আট বারের সংসদ সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মাদারীপুরে তাদের নীজ বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানও। পুড়িয়ে দেয়া হয়েছে তাদের সবকিছু। এরই জেরে গতকাল ১৭ আগস্ট সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হলের সাবেক জিএস এবং বর্তমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্তর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা।
এ ব্যাপারে হাসিবুল হোসেন শান্ত মোবাইলে জানান, আমি ৮ মাস আগে কর্মের তাগিদে লন্ডনে পাড়ি জমিয়েছি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের তোপের মুখে সরকার পতনের পর সারাদেশে নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর,লুটপাট ও অগ্নিসন্ত্রাস চালানো হয়। এমনকি বাদ যায়নি আমার বাড়িও। গতকাল একদল দুষ্কৃতিকারীরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করেছে। তিনি বলেন, আমি লন্ডনে থাকা সত্যেও আমার নামে দুইটি মামলাও দেয়া হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান জানান, হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সোনালী বার্তা/এমএইচ