মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, দপ্তর সম্পাদক জাকির হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক বোরহান সরদার প্রমুখ।
এছাড়া জেলা,উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সোনালী বার্তা/এমএইচ