শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

দাড়ি না রাখায় আফগান নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে দাড়ি না রাখার দায়ে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। এছাড়া অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত এক বছরে দেশটিতে ১৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি দেশটির পাপ প্রতিরোধ ও পূণ্যের প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককে আটকের ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গ বিচার্য ছিল না।

মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছেন এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রিতে বাধা দিয়েছেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীতে কর্মরত সদস্যদের মধ্যে দাড়ি না রাখা ২৮১ জনকে শনাক্ত করার পর বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটির মহিলাবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয়। সে মন্ত্রণালয়ের ভবনেই স্থাপন করা হয় পাপ প্রতিরোধ ও পূণ্য প্রচারবিষয়ক মন্ত্রণালয়।

নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানের এই মন্ত্রণালয়ের সমালোচনা করেছে জাতিসংঘ-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর