মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

মাদারীপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

গণমাধ্যমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নতুন শহর মাদারীপুর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধনে অংশ নেয়।

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-
দৈনিক জনকন্ঠ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সুবল বিশ্বাস, বাংলাদেশ বেতার ও সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবর রহমান বাদল, এনটিভির জেলা প্রতিনিধি এম আর মর্তুজা, আমাদের নতুন সময়ের মাদারীপুর প্রতিনিধি শফিক স্বপন, সকালের সময় পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এস এম আরাফাত হাসান, মানবজমিন পত্রিকার মাদারীপুর প্রতিনিধি অলিউল আহসান কাজল, সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাগর হোসেন তামিম, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক, চ্যানেল আইয়ের মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেন, প্রথম আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, দৈনিক দিনকালের প্রতিনিধি গাউস উর রহমান, মানবকন্ঠের মাদারীপুর প্রতিনিধি নাজমুল হোসেন, দৈনিক সোনালী বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও মানবজমিন পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি মহিবুল আহসান লিমন প্রমুখ।

এছাড়া বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন- সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকেরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। শুধু রাজধানীতেই নয় সারা দেশেই একই ঘটনা ঘটছে। পেশাগত দায়িত্ব পালনে তাঁদের ওপর আক্রমণ খুবই উদ্বেগের। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর