মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

তিন খানকে নিয়ে নতুন যা বললেন কঙ্গনা

বিনোদন প্রতিবেদক / ৩৫ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ইমার্জেন্সি’ ছবিটি। কঙ্গনা রনৌত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত এই ছবির মুক্তি নানা কারণে বারবার পিছিয়েছে। সদ্য ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনা তাঁর স্বপ্নের এই প্রকল্পকে ঘিরে নানা কথা বলেন।

‘ইমার্জেন্সি’ ছবিতে গণতান্ত্রিক ভারতের ‘এক অন্ধকার অধ্যায়’কে তুলে ধরতে চলেছেন কঙ্গনা। ১৯৭৫ সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। টিজারেই ইন্দিরা গান্ধীর রূপে ভক্তদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কঙ্গনা।

তিনি বলেন, আমার জন্য আজকের দিনটি বিশেষ কিছু। ছবিটি নির্মাণ করতে গিয়ে অনেক ঝড়ঝাপটার মুখোমুখি হয়েছি। শুটিংয়ের সময় অনেক কিছু ঘটেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। সবাই জানেন, ইন্ডাস্ট্রি আমাকে পুরোপুরি বর্জন করেছে। কেউ পাশে দাঁড়াননি। কিন্তু ছবিতে যেসব শিল্পীকে দেখছেন, তাঁরা কেউই আমাকে ছাড়েননি।

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ইমার্জেন্সি’র ট্রেলার। এদিনের অনুষ্ঠানে কঙ্গনা ছাড়া উপস্থিত ছিলেন অনুপম খের, শ্রেয়স তালপাড়ে, মহিমা চৌধুরী। কঙ্গনা এখন শুধু অভিনেত্রী নন। কিছুদিন আগেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। তিনি এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য। রাজনীতিতে আসার পর এই প্রথম তাঁর ছবি মুক্তি পেতে চলেছে।

অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি নিয়ে সরব কঙ্গনা। এদিন কথায় কথায় তিনি জানান, ‘ইমার্জেন্সি’ সিনেমাটি খুবই তথ্যবহুল হতে চলেছে। একই সঙ্গে তিনি বিনোদনের সব মসলাও মজুত রেখেছেন।

সিনেমাটিতে অনুপম খেরকে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনুপম খের বলেন, ‘কঙ্গনার থেকে যে কেউ প্রেরণা নিতে পারেন। ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, আমি তখন নাটকের স্কুলে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তাই ছবিটি আমার জন্য একটু ব্যক্তিগতও বটে।’
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে তিনি ছবি নির্মাণ করতে চাইবেন কি না?

জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি নিশ্চয়ই তাঁদের নিয়ে কাজ করতে চাই। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করতে চাই। তাঁরা দারুণ অভিনেতা কিন্তু খুব কম ছবিতে তাঁদের অভিনয়প্রতিভাকে ব্যবহার করা হয়েছে। তিন খানকে নিয়ে এমন ছবি নির্মাণ করতে চাইব, যা সমাজের জন্য অত্যন্ত জরুরি।’

এদিন আলাপে আলাপে কঙ্গনা প্রয়াত অভিনেতা ইরফান খানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি আফসোসের সঙ্গে বলেন, ‘খানেদের মধ্যে ইরফান খান ছিলেন আমার সবচেয়ে পছন্দের। কিন্তু আফসোস, তাঁকে নিয়ে আর ছবি করতে পারব না।
‘ইমার্জেন্সি’ ছবিটি আগামী ৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর