মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুরানবাজার কাজীরমোড় এলাকায় সজল খান (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সজল খান পৌর শহরের দরগা শরীফ এলাকার মৃত আব্দুর রব খানের ছেলে।
আহত পরিবার ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে সজল খান মাদারীপুর শহরের পুরানবাজার কাজীরমোড় এলাকায় আসলে ওঁত পেতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তার ওপর হামলা করে। এ সময় সজলের পিঠে ও হাতে একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সজল খানের মা রোকসানা বেগম জানান, স্থানীয় মিঠু হাওলাদার দীর্ঘদিন ধরে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ব্যবসা করেছে। সেই ব্যবসায় আমার ছেলে না যাওয়ায় তার সঙ্গে শত্রুতা চলে আসছে। তারই জেরে মিঠু হাওলাদারের লোকজন তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমার ছেলে মিঠুর সঙ্গে চলাচল করা হাসান, শুভ, শীতল নামের কয়েকজনকে চিনতে পারে। এ ঘটনার সঙ্গে মিঠু হাওলাদার জড়িত বলেও তিনি অভিযোগ করেন।
তবে মিঠু হাওলাদার এই হামলার সঙ্গে জড়িত নয় দাবী করেছে। তিনি বলেন, সজল আমার খুবই কাছের লোক। তাকে আমি কেন মারবো। বরং আমি তার খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ সালাউদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। তবে কি কারণে কে বা করা ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সোনালী বার্তা/এমএইচ