সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ২৯ রান

ক্রীড়া প্রতিবেদক / ৪৫ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেললেও এখন পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার সুযোগ এসেছে। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। এতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেতে জন্য মাত্র ২৯ রানের লক্ষ্য পেয়েছে মুশফিক-মুমিনুলরা।

সাকিবের তৃতীয় আঘাত, নাসিমের বিদায়
শাহিনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না নাসিম শাহও। নাসিমকে ঝুলিয়ে বল দিয়েছিলেন সাকিব। সেটা উড়িয়ে মারতে গিয়েই বিপদ ঢেকে আনেন এই ব্যাটার। মিডউইকেটে মুশফিকের হাতে সহজ ক্যাচ তুলে দেন। আউটের আগে ২২ বলে করেন ৩ রান।

আফ্রিদিকে ফেরালেন মিরাজ
মধ‍্যাহ্ন-বিরতির পর দ্বিতীয় ওভারেই সাফল‍্য পেল বাংলাদেশ। পাকিস্তান হারাল তাদের সপ্তম উইকেট। মেহেদি হাসান মিরাজ বিদায় করলেন শাহিন আফ্রিদিকে। মিরাজের একটু নিচু হওয়া ডেলিভারি ধরতেই পারলেন না আফ্রিদি।

জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন আফ্রিদি। কিন্তু ব‍্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে আহাত হানে প্যাডে। জোরালো আবেদন উঠে। আঙ্গুল তুলে দেন আম্পায়ার। ১৬ বলে ২ রান করেন আফ্রিদি। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী নাসিম শাহ।

প্রথম সেশন বাংলাদেশের
রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পঞ্চম ও শেষদিনে প্রথম সেশন নিজেদের করে নিয়েছেন নাজমুল হোসেনের দল। বাংলাদেশের লিড তাড়া করতে গিয়ে প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে শান মাসুদের দল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০৮ রান। এখনো ৯ রানে পিছিয়ে আছে তারা।

এবার সাকিবের শিকার শফিক
শাকিলের পর এবার সাকিবের শিকার আবদুল্লাহ শফিক। সাকিবের ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়েছিলেন শফিক। ব্যাট চুমো খেয়ে বল উঠে যায় আকাশে। খানিক দৌড়ে সহজ ক্যাচ নেন সাদমান ইসলাম। পাকিস্তান হারায় তাদের পঞ্চম উইকেট।

শাকিলকে ফেরালেন সাকিব
নাহিদ রানা বাবর আজমকে ফেরানোর পর আরেক উইকেট হারালো পাকিস্তান। শূন‍্য রানে সৌদ শাকিলকে ফেরালেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনারের বল বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন শাকিল। ক্রিজে আব্দুল্লাহ শাফিকের সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কিপার-ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ান।

বাবরকে ফেরালেন রানা
দুইবার ভাগ্যের জোরে বেঁচে যান বাবর আজম। কিন্তু তৃতীয়বার আর পারলেন না। পাকিস্তানি ব্যাটারকে বেশি দূর যেতে দিলেন না নাহিদ রানা। এই পেসারের বলে বোল্ড হয়ে ফিরলেন বাবর।

অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তবে টাইমিং করতে পারেননি। সুইং করে ব‍্যাটের কানায় লেগে বল আঘাত হানে লেগ স্টাম্পে। ভাঙে ৮১ বল স্থায়ী ৩৮ রানের জুটি। তিন চারে ৫০ বলে ২২ রান করেন বাবর।

বাবরকে জীবন দিলেন লিটন
দিনের শুরুতেই শান মাসুদকে ফিরিয়ে সাফল্য এনে দেন হাসান। উইকেটে এসে প্রথম বলেই বিদায় নিতে পারতেন বাবর আজমও। সেটা হল না লিটন দাসের ব‍্যর্থতায়। তার গ্লাভস থেকে ফস্কে গেল ক‍্যাচ।

শরিফুল ইসলামের বল জায়গায় দাঁড়িয়ে খেলেছিলেন বাবর। ঠিক মতো পারেননি। অ‍্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে যায় ব‍্যাটের কানা। ঝাঁপিয়ে গ্লাভসে নিলেও ধরে রাখতে পারেননি লিটন।

হাসানের হাত ধরে দিনের প্রথম সাফল্য
পঞ্চম দিনের শুরুতেই দলকে সাফল্য এনে দিলেন হাসান।রিভিউ নিয়ে শান মাসুদকে ফেরালো বাংলাদেশ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের একটু বাইরের বল ব‍্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে খেলতে চেয়েছিলেন মাসুদ। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

হাসান জোরালো আবেদন করলেও প্রথমে আম্পায়ার সাড়া দেননি। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে মেলে ব‍্যাটের কানা স্পর্শের প্রমাণ। ফিরে যান পাকিস্তান অধিনায়ক। ৩৭ বলে ২ চারে ১৪ রান করেন মাসুদ।

পঞ্চম দিনের খেলা শুরু
রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে।আজই নির্ধারিত হবে এই টেস্টের ভাগ্য। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর