মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

মাদারীপুরে শেখ হাসিনা-শাজাহান খান-নাসিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মাদারীপুর প্রতিনিধি / ১০৪ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে তাওহীদ সন্নামাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও সাবেক মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
রোববার রাতে মামলা হলেও সোমবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত ছাত্র আন্দোলে যোগ দেয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় তাওহীদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, আরেক সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি রয়েছে আরও ৫০০ থেকে ৭০০।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, রোববার রাতে কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭০০ এর মতো আসামি রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগতি রয়েছে।

এদিকে, মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা যায়নি।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর