শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের কর্ম বিরতি, বিক্ষোভ, সড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবিতে পিকক গার্মেন্টস এন্ড প্রিন্ট লিমিটেডের শ্রমিকরা কর্ম বিরতি পালন করে বিক্ষোভ ও সংযোগ সড়ক অবরোধ করেছে। পরে ঘটনাস্থলে শিল্প পুলিশ, সেনাবাহিনী উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝালে আধা ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার ভিতরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রায় ৫’শ শ্রমিক কর্মরত রয়েছে ওই কারখানায়। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার উত্তর ভাংনাহাটি এলাকায় বিক্ষুব্দ শ্রমিকেরা মাওনা-শ্রীপুর সড়ক অবরোধ করে রাখে।
পিকক গার্মেন্টস এন্ড প্রিন্ট লিমিটেডের প্রিন্টিং অপারেটর রিয়াদ, হিরন এবং রাজ জানান, তাদের জুন, জুলাই এবং চলতি আগস্ট মাসের বেতন বয়ো রয়েছে। এর আগে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের একাধিক তারিখ দিলেও কর্তৃপক্ষ সে তারিখ অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করেননি। আমরা সকালে কারখানায় কাজে যোগ দিয়ে বকেয়া বেতন পরিশোধের কথা বললে কর্তুপক্ষ বেতন পরে দিবে বলে জানালে শ্রমিকেরা বিক্ষুব্দ হয়ে উঠে। একপর্যায়ে তারা কারখানার পাশেই মাওনা-শ্রীপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের সমস্যা সমাধানের বিষয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করার আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং কারখানার ভিতরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। পরে মালিকপক্ষের সাথে আলোচনার পর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারিত হওয়ার সিদ্ধান্ত হলে শ্রমিকেরা দুপুর ১২ টায় কাজে যোগ দেয়।
পিকক গার্মেন্টস এন্ড প্রিন্ট লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক এস এম মোনিম রুমি বলেন, জুন এবং জুলাই মাসের বকোয় বেতন চলতি আগস্ট মাসের ২৯ তারিখ এবং আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসের ১০ অথবা ১৫ তারিখে পরিশোধের আশ^াস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেয়।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুন নূর বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত আধা ঘন্টা মাওনা-শ্রীপুর সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আলোচনার মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ^াস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
শ্রমিকেরা অভিযোগ করেন গত দুই বছর যাবত কারখানা কর্তৃপক্ষ ৫০০/১০০০ টাকা হাতে ধরিয়ে দেয়। এই টাকা না নিলে আমাদের গালিগালাজ করে এবং মারধর করে। আমরা কারখানা কর্তৃপক্ষের অনৈতিক এসব অত্যাচার আর কত সহ্য করব।
অপরদিকে, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নয়নপুর (দেওনা) এলাকায় হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস্ লিমিটেডের প্রায় ৩’শ শ্রমিক বিভিন্ন দাবীতে বেলা ১১ টার দিকে কারখানার সামনে অবস্থান কর্মসূচী করে বিক্ষোভ করে। এসময় তারা বলেন, গত প্রায় ৮ মাস যাবত কর্তৃপক্ষ বে-আইনীভাবে বন্ধ কারখানা খুলে দেওয়া, লে-অফ ক্ষাতপূরণ প্রদানসহ আইনগত পাওনাদি পরিশোধের দাবী জানান। পরে শ্রমিক নেতারা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল হক মনি কর্তৃপক্ষের সাথে তাদের সমস্যা সমাধানে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকেরা এক ঘন্টা পর কর্মসূচি তুলে নেয়।
সোনালী বার্তা/এমএইচ