ঢাবির ভিসি হিসেবে নিয়োগ পেলেন নিয়াজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশক্রমে তার নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার উপসচিব শহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান।
একাডেমিক ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক নিয়াজ আহমেদ খানের। তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে ডিস্টিংকশনসহ পিএইচডি করেছেন।
সোনালী বার্তা/এমএইচ