সরকারের কাছে ২ হাজার কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ
ছাত্র-জনতার আন্দোলনের কারণে ১৫ দিনেরও বেশি সময় উৎপাদন ব্যাহত ও পণ্যের শিপমেন্ট বাধাগ্রস্ত হওয়াতে অর্থ সংকটে পরেছে অনেক শিল্প প্রতিষ্ঠান। তাই এ সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের কাছে ২ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ দাবি জানান।
রফিকুল ইসলাম বলেন, আমাদের কারখানায় অনেকদিন উৎপাদন করা যায়নি। পরবর্তী মাসে আমাদের সংকট দেখা দিতে পারে। আমরা উপদেষ্টার কাছে সহজ ঋণের অনুরোধ করেছি। যেটা আমরা ১ বছরের মধ্যে ফিরিয়ে দেবো। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আমরাও আশাবাদী এই সরকারের সঙ্গে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো।
সোনালী বার্তা/এমএইচ