কালকিনিতে কেন্দ্রীয় যুবদল নেতাকে গণসংবর্ধনা
কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশকে আনুষ্ঠানিকভাবে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের চরফতে বাহাদুর স্কুল মাঠে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে কয়েক হাজার বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনা দেয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
এ ছাড়া বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের সাবেক বিএনপি মনোনীত প্রার্থী বাবু মিল্টন বৈদ্য, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও সাবেক স.না.ক এর ভিপি মো.সরোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মিজানুর রহমান বেপারী, সাবেক সদস্য সচিব আইনজীবি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক রোকুজ্জামান রতন,পৌরসভা বিএনপির সাবেক আহব্বায়ক মো.শহিদুজ্জামান তোতা, সাবেক সদস্য সচিব মো.নাসির উদ্দিন ফকির লিটন,উপজেলা বিএনপির নেতা মো. আমিনুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের নেতা আলী আজগর,পৌর যুবদলের নেতা মো.শাহিন মৃধা, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন ও উপজেলা ছাত্রদল নেতা খোন্দকার মুবিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান ফুকু।
সোনালী বার্তা/এমএইচ