মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাজী মকবুল গাজীপুর / ৮৩ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় গাজীপুরের কেশরিতা এলাকায় অ্যাকুয়া বিলাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ ২০২৩-২৪ মেয়াদের বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রতিবেদন অনুমোদন করেন।

সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মাসুদুল হক, সহ-সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ, সদস্য সাদেক আলী ও আমির হোসেন রিয়েল সভায় তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ ও মতামত পেশ করেন।

সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বার্ষিক সাধারণ সভা সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মোবারক হোসেনসহ অন্য সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভার শেষে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কমনায় সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষ করে নৌকা ভ্রমণ করা হয়।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর