মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

ফেনসিডিলসহ গ্রেফতার কথিত সাংবাদিক

বেনাপোল (যশোর) সংবাদদাতা / ৬৩ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

যশোরের বেনাপোল সীমান্তে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কথিত সাংবাদিক ও ছাত্রলীগ নেতা শেখ মফিজুর রহমান (২৯) কে গ্রেফতার করেছে বিজিবি’র সদস্যরা।

শনিবার (৩১ আগষ্ট) বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

জানা গেছে, মফিজুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক। এছাড়াও দৈনিক নাগরিক ভাবনার শার্শা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় সংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছে।

বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম বাংলা ভয়েজকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল পান্তাপাড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময় মফিজের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরে জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ও মটরবাইকের সিজার মূল্য ২,১১,৫০০/- দুই লক্ষ এগারো হাজার পাঁচশত টাকা।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর