সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

বিএনপির ত্রাণ কার্যক্রম প্রচার করছে না অনেক মিডিয়া: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বন্যাদুর্গতদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না। অনেক নেতার ত্রাণ খুব কাভারেজ পাচ্ছে, কিন্তু বিএনপির কার্যক্রম সেভাবে পাচ্ছে না। এটা সন্দেহজনক।

দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিএনপিসহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোসহীন থাকাতেই ৫ আগস্ট বিজয় হয়েছে; শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।

অনেকে বিভাজনের কথা বলছেন। যারা বলছেন, আওয়ামী লীগের পতন কোনো বিশেষ দলের অর্জন নয়, তারা বিভেদ তৈরি করছেন যোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।

জামায়াতে ইসলামীকে ইঙ্গত করে রিজভী বলেন, স্বৈরাচার এরশাদের অধীনে আওয়ামী লীগের সঙ্গে আরও একটি দল নির্বাচনে গিয়েছিল জনগণ তা ভুলে যাননি।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর