মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সুসম্পর্ক রাখতে চায়: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক / ৪৬ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নানা ইস্যুতে প্রায়শই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা যায়। দু’দেশের সম্পর্কটাও বৈরিতার। তবে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের শীর্ষ সহযোগী জ্যাক সুলিভানকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, ‘মহা পরিবর্তন’ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বেইজিং।

২০১৬ সালের পর থেকে চীন সফরকারী প্রথম মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান। তিনি দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। সুলিভান ঠিক এমন সময়ে এই সফরটি করেছেন যখন জাপান ও ফিলিপাইনের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে জড়িয়ে পড়েছে চীন।

সুলিভানের চীন সফর নিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, শি জিনপিং সুলিভানকে বলেছেন, ‘মহা পরিবর্তন’ সত্ত্বেও, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ভাল সম্পর্ক উপভোগ করতে পারে। চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতিশ্রুতি পরিবর্তিত হয়নি। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরকে অর্ধেক পথ দেখাতে চীনের সাথে কাজ করবে।

জিনপিংয়ের এমন আশ্বাসের পর সুলিভান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে শি জিনপিংয়ের সাথে আলোচনার জন্য উন্মুখ। প্রেসিডেন্ট বাইডেন এই ফলপ্রসূ সম্পর্ককে দায়িত্বের সাথে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে প্রতিযোগিতা দ্বন্দ্ব বা সংঘাতের দিকে না যায়। এবং আমাদের স্বার্থ যেখানে এক সেখানে কাজ করার জন্য আমরা আগ্রহী।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর