গাজীপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
গাজীপুরের নব যোগদানকারী পুলিশ সুপার আবুল কালাম আযাদ। (১ সেপ্টেম্বর) রোববার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিগণদের সাথে মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আমি আপনাদের পাহারাদার হতে আসছি। পুলিশ জনগণের বন্ধু আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বিগত দিনে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এগুলো বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জেলা পুলিশের যে কোন ভাল কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে হয়রানীর শিকার না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য নব যোগদানকারী পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।
পুলিশ সুপার বলেন, বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল ভ্রান্তি শোধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই। এজন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তার নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পুলিশ সুপার। এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জনকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিটু, চ্যানেল আই টেলিভিশনে ফজলুল হক মোড়ল, ৭১ টিভির ইকবাল আহমদ সরকার, দৈনিক ইত্তেফাকের মুজিবুর রহমান, দেশ রুপান্তরের মো: আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, মোহনা টিভির আতিকুর রহমান, দৈনিক সকালের সময়ের আবিদ হোসেন বুলবুল, দৈনিক সমকালের ইজাজ আহমেদ মিলন, আজকের পত্রিকার এম. আসাদুজ্জামান প্রমুখ।
নবাগত পুলিশ সুপার আবুল কালাম আযাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।
সোনালী বার্তা/এমএইচ