খুলনা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ, ভোগান্তিতে মানুষ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অজানা এক ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন হাসপাতালের পরিচালক ডা. গৌতম কুমার পাল। এরই মধ্যে পদত্যাগ করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকতারুজ্জামান। আর ৪১ চিকিৎসককেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ফলে একরকম বন্ধ হয়ে গেছে খুমেকের চিকিৎসা সেবা।
এমন উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (৪ সেপ্টেম্বর) খুমেকের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের অর্ধশত চিকিৎসক অনুপস্থিত রয়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
সকাল ৯টা থেকে বেলা ১১টা ৪০ পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে ২০ জন চিকিৎসক অনুপস্থিত রয়েছেন । এ ছাড়া আন্তঃবিভাগে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, কনসালট্যান্টসহ আরও ২১ চিকিৎসকের দেখা নেই। এতে পুরো হাসপাতালে চিকিৎসাব্যবস্থার বেহালদশা তৈরি হয়েছে। রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
বাগেরহাট থেকে চিকিৎসা নিতে আসা কুলসুম বেগম বলেন, ব্রেস্ট টিউমার নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। কাউন্টারে টিকিট কেটে নির্ধারিত কক্ষে এসে দেখি ডাক্তার নেই। এখন ফেরত যেতে হবে। কবে এ অবস্থা ঠিক হবে জানি না।
সোনালী বার্তা/এমএইচ