বাগমারায় পুকুরে রাসায়নিক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
রাজশাহীর বাগমারায় পুকুর দখলের পাঁয়তারা ও উৎকট রাসায়নিক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল (পার-মচমইল) গ্রামে। ঘটনা ও স্থানীয় সূত্রে গেছে, মচমইল গ্রামের পল্লী চিকিৎসক শামসুদ্দিন সরদার নিজ ভোগদখলীয় এবং বিভিন্ন শরিক ও সরকারি খাস প্রায় ৩ বিঘা জমিজমা লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।
গত ১৭ আগস্ট হঠাৎ মসজিদের নাম ভাঙ্গিয়ে কয়েকজন মিলে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তিনি ৫০ হাজার টাকা দিতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ আগস্ট বাঁশের লড়কি গেড়ে জোরপূর্বক পুকুর দখলের চেষ্টা অব্যাহত রাখে। ২৪ আগস্ট পুকুরের পাড়ে পাহারাদারের খুপড়ি ঘর ভেঙ্গে দেয় একই ব্যক্তিরা ।
২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতের অন্ধকারে উৎকট বিষ জাতীয় রাসায়নিক প্রয়োগ করে চিহ্নিত দুষ্কৃতকারীরা মাছ নিধন করে । এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
ভোর থেকেই আশপাশের লোকজন মাছগুলো যে যার মত সংগ্রহ করেন। সরজমিন বিকাল চারটার দিকে উপস্থিত হলে গ্রামবাসী সেকেন্দার আলী মন্ডলকে মরা মাছ সংগ্রহ করতে দেখা গেছে। সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি পক্ষ শুরু থেকেই এ ঘটনায় ইন্ধন যুগিয়ে আসছে। পক্ষটি বিভিন্ন বিল ও পুকুর দখলের নানা কৌশল অবলম্বন করছে।
ভুক্তভোগী মৎস্যচাষী শামসুদ্দিন সরদার ৯ জনের নাম উল্লেখ করে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুভডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা (এস.আই) সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনালী বার্তা/এমএইচ