বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ সাবেক মেয়রের দেহরক্ষি গ্রেপ্তার

মোঃ রমজান আলী, রাজশাহী / ২১ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর বাগমারায় বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসীর নাম লিয়াকতুল আলম লিটন। তিনি উপজেলা সদর ভবানীগঞ্জের ডিএম ফজলুর রহমানের ছেলে। এছাড়াও লিটন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেকের দেহরক্ষি হিসেবে পরিচিত।

জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, একাধিক মামলার আসামি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেককে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় নাশকতা ও প্রভাব বিস্তার করতে মেয়রের দেহরক্ষি হিসেবে পরিচিতি এই লিটন মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্র সহ অবস্থান নেয়। এসময় স্থানীয়দের সহযোগীতায় লিটনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে আর কে কে জড়িত তা জানতে লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এসপি আরও জানান, অস্ত্র উদ্ধারে রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের সাড়ে ছয়শো রাউন্ড গুলিসহ সারা দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এছাড়াও সরকারি নির্দেশনা মতো জেলার লাইসেন্সধারী ১৫৮টি আগ্নেয়াস্ত্রও জাম পড়েনি। ওই সব অস্ত্র উদ্ধারে অভিযান চালছে।

 

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর