চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্হল বন্দর এমপক্স প্রতিরোধে সতর্কতা
বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ মাঙ্কিপক্স (এমপক্স) ছড়িয়েছে। এমপক্স প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দর ইমিগ্রেশনে বসানো হয়েছে মেডিকেল টিম। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
প্রতিদিন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কয়েকশো পাসপোর্ট ধারী যাত্রী, ট্রাক চালক ও তার সহযোগী (খালাসি) বাংলাদেশ ও ভারতে যাতায়াত করে থাকে। ইমিগ্রেশনে মেডিকেল টিমের সদস্যরা যাত্রী পারা পারের সময় তাদের শরীরের তাপমাত্রা, ক্রেশসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। তবে তাদের শরীরে কোন লক্ষণ পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা ডা:সায়েরা বেগম জানান, মাস্কিপক্সের সাধারণ লক্ষণ গুলোর মধ্যে রয়েছে- জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠেব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্হি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। যদিও দেশে এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। গত ১৫ দিন থেকে সোনামসজিদ ইমিগ্রেশনে মেডিকেল টিম কাজ শুরু করেছেন।
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার এ এস আই আবুল হাসেম জানান, এমপক্স বিষয়ে নির্দেশনা পাওয়ার পর থেকে আমরা সতর্ক অবস্থায় আছি। ইতিমধ্যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম কাজ শুরু করেছেন।
সোনালী বার্তা/এমএইচ