বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে ৯ বছর পর হত্যা মামলা, শেখ হাসিনাসহ আসামী ৪৩৯

মোঃ রমজান আলী, রাজশাহী / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

৯ বছর পর স্বামী হত্যার বিচার চেয়ে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন উপজেলার নামাজ গ্রামের বিএনপি কর্মী নিহত মজির উদ্দিনের স্ত্রী মোসা: মাছুফা নামের এক নারী। বুধবার রাতে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্র প্রতমিন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারাসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে ৪৩৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামী করা হয়েছে। ২৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের বাড়ি পুঠিয়া, চারঘাট, বাঘা উপজেলা ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায়।

ওসি কবির হোসেন জানান, একই ঘটনার দুইটি অভিযোগ দায়ের করা হয়। তবে মাছুফার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের অভিযোগ মাছুফার মামলার সঙ্গে নথিভূক্ত করা হয়। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে,২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্ররক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণে বিএনপির কর্মী মজির উদ্দিন নিহত হন। পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়।

নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা বলেন, ২০ দলের সমাবেশে মাথায় গুলি লেগে ঘটনাস্থলে আমার বাবা মারা যান। ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করেছি। আশা করছি আমার পিতার হত্যার ন্যায় বিচার পাব।

মামলার উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতমিন্ত্রী শাহরিয়ার আলমের পিতা সামছুদ্দিন, পুঠিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, সাবেক পররাষ্ট্র প্রতমিন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারি সিরাজুল, চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, বাঘার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর