সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

চিলির বিপক্ষে দাপুটে জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক / ৩৯ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

দলের প্রধান তারকা লিওনেল মেসি নেই। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। অ্যানহেল ডি মারিয়া কোপা আমেরিকা জিতেই অবসর নিয়েছেন। যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে তৈরি হয়েছিল বড় শূন্যতা। সেই শূন্যতা ভক্ত-সমর্থকদের বুঝতে দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা।

মেসি-ডি মারিয়া না থাকলেও চিলিকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

আজ শুক্রবার সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ‘লাকি নাম্বার ১০’ জার্সি গায়ে জড়ান দিবালা। ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৯১ মিনিটে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে পড়ার আগেই গোল করেন। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে প্রথম লিড নেই পায় আর্জেন্টিনা। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জমা করেন লিভারপুল তারকা। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৯১ মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ে আলবিসেলেস্তাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর