গাজীপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড লতিফপুর গ্রামের কাউন্সিলর মনির হোসেন মন্ডল এর বড় ভাই মিজানুর রহমান মন্ডল ও নজরুল ইসলাম কর্তৃক মিথ্যা অপপ্রচার, হুমকি, ষড়যন্ত্র ও আজগুবি ডাকাতি মামলায় ফাসানোর ভয় দেখানোর প্রতিবাদে” সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক গাজীপুর সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল। তিনি সাংবাদিকদের বলেন বিগত ২০১৮ সালে আমি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়। এলাকায় আমার জনপ্রিয়তা আছে, আমার সম্মান নষ্ট ও হেয় প্রতিপন্ন করার জন্য ওই কুচক্রিমহল উঠেপড়ে লেগেছে। উল্লেখ কাশেম পুর মেট্রো থানা দিন ২নং ওয়ার্ড লতিফপুর কাউন্সিলর মনির হোসেন মন্ডল এর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে বলে আমরা সকাল বেলা শুনতে পাই। আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার দাবী করছি।
সোনালী বার্তা/এমএইচ