মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

কালুরঘাট সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে, ২ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

কালুরঘাট সেতুর রেলিং ভেঙ্গে একটি চাঁদের গাড়ি (জিপ) নদীতে পড়ে গেছে। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

তবে গাড়িটিতে কতজন যাত্রী ছিল, তা জানা যায়নি।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে যাত্রী নিয়ে শহরমুখি চাঁদের গাড়ি (জিপ) কালুরঘাট সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে কর্ণফুলী নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালায়। ঘটনাস্থলে যায় নৌ-পুলিশের সদস্যরাও।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগরে যাওয়ার সময় একটি চাঁদের গাড়ি ডান পাশের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করেছে বলে শুনেছি। তাদের পরিচয় জানা যায়নি। গাড়িটি পানির স্রোতে দূরে ভেসে গেছে। এটি উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, কালুরঘাট সেতুর সংস্কার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই গত ৬ আগস্ট গাড়ি চলাচল শুরু হয় নিষেধাজ্ঞা না মেনে। এখনও শেষ হয়নি কার্পেটিং এর কাজ। ২ সেপ্টেম্বর সিগন্যাল না মেনে সেতুতে ওঠে যায় কয়েকটি মোটরসাইকেল। এ সময় সেতুর মাঝ বরাবর চলে আসে তেলবাহী একটি ট্রেন। গতি কম থাকায় মোটরসাইকেল চালকরা পিছু হটলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করার ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর