সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

‘শার্শায় নামধারী সাংবাদিক নকল নবিশ ওসমানের উপর দুর্বৃত্তের হামলা

বেনাপোল (যশোর) / ৩৩ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের শার্শায় নকল নবিশ ওসমান নামের এক নামধারী সাংবাদিক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে। ওসমান শার্শা উপজেলার  দক্ষিণ বুরুজ বাগান গ্রামের বাসিন্দা। (৮ সেপ্টেম্বর) রবিবার বেলা ১২ টার সময় শার্শা কামার বাড়ি মোড়ে সাব রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনা তদন্তে জানাযায়,ওসমান শার্শা সাব রেজিস্ট্রার অফিসের একজন নকল নবিশ কিন্তু সে নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা ও চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে ও তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় শার্শার বিভিন্ন এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে। সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান, সাধারণ ব্যক্তি ও তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ট্রাফে ফেলে বিভিন্নভাবে চাঁদা আদায় করে।

তার গডফাদার তৎকালীন শার্শা প্রেসক্লাবের ১৬ বছর নিজেকে সম্পাদক ও সভাপতি দাবি করা ইয়ানুর রহমান ও সহযোগী নাভারণ কলেজের পিওন ফেসবুক সাংবাদিক আসাদের সহযোগীতায় হাজারও অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি।

শার্শা, নাভারণ, বেনাপোল, বাগআঁচড়ার বিভিন্ন সাংবাদিক জানায়, ওসমান আসাদ ইয়ানুরের রয়েছে সাংবাদিক সিন্ডিকেট। সমস্ত উপজেলায় যেখানে যা ঘটবে তাদের টাকা না দিলে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করবে।মাটি কাটা, বালিতোলা, জেএস, ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে বাণিজ্য, ফাঁড়ি থেকে মোটা টাকার বিনিময়ে গাড়ি ছাড়ানো, সাংবাদিক পেটানো, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিতে টাকা আদায়, সাব রেজিস্ট্রার অফিসে দালালি, এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় এগুলো তাদের নিত্ত দিনের ঘটনা আর এগুলোর পেছনে সহযোগীতা করতো স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন জনপ্রতিনিধি।

এই সাংবাদিক সিন্ডিকেটের রয়েছে একাধিক অফিস কখনো নাভারন অফিসে কখনো শার্শা অফিসে গোপনে বা প্রকাশ্যে চাঁদাবাজি করে।কিন্তু তাদের বিরুদ্ধে কথা বল্লে বা প্রতিবাদ করলে    তার কপালে নেমে আসবে অমাবশ্যার অন্ধকার। এই ভয়ে কেউ মুখ খুলতে পারে না।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাই, ঘটনা ঘটার সময় প্রবল বেগে বৃষ্টি হচ্ছিলো। ওসমান যশোর বেনাপোল হাইওয়ের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে তার কর্মস্থলে আসছিলো এসময় হঠাৎ কয়েকটি অচেনা ছেলে তাকে মারতে শুরু করে সাথে সাথে চারদিক থেকে জনগন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে।

ওসমান বলেন,আমি অফিসে কাজ করছিলাম চা খাওয়ার জন্য রাস্তার অপর পাশের চায়ের দোকানে যায়। চা খাওয়া শেষে রাস্তা পার হচ্ছি এমন সময় অপরিচিত কয়েকজন দূর্বৃত্তের হামলার স্বীকার হয়।চারপাশের জনতা ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর