মাদারীপুরে অভিযানে অবৈধ ড্রেজার জব্দ, আটক ৩
মাদারীপুরে আড়িয়াল খাঁ কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় তিন শ্রমিককে আটক করে ৭ দিনের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালাত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার থানতলি এলাকার আড়িয়াল খাঁ কুমার নদে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মকবুল হোসেন।
আটককৃতরা হলেন- কবির মোল্লা, ফারুক মোল্লা ও মিজান মোল্লা। উভয় পটুয়াখালি জেলার মৌকরন ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, শহরের পাকদি এলাকায় আড়িয়াল খাঁ কুমার নদে অবৈধ খনন যন্ত্র বসিয়ে সকাল থেকে ভোররাত পর্যন্ত বালু তোলে একটি প্রভাবশালী মহল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশের সহযোগিতায় অভিযানে নামে সদর উপজেলা প্রশাসন। এ সময় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া কবির মোল্লা, ফারুক মোল্লা ও মিজান মোল্লা নামে তিন জনকে আটক করা হয়। পরে উভয়কে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, আড়িয়াল খাঁ কুমার নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলার অপরাধে তিনজনকে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে ড্রেজারের মূল হোতারা ঘটনাস্থলে না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে পরিবর্তিতে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, নদে ড্রেজার বন্ধ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সোনালী বার্তা/এমএইচ