মাদারীপুরে আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুরে গন সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক। এছাড়াও উপস্থিত থাকবেন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা। গন সমাবেশ উপলক্ষে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় আস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার হল রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি হাবীব আহমাদ চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোবাহুল ইসলাম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর থানা শাখার সহ সভাপতি মাওঃ সালমান ফরিদী, খেলাফত মজলিস থানা শাখার সাধারণ সম্পাদক মুফতী নোমান আল হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ কালিমুল্লাহ জামিল, সহ সাংগঠনিক সম্পাদক পৌর শাখা মাওঃ জাহিদুল ইসলাম জিহাদী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর সদস্য সচিব মোঃ আলি আহমদ শাহীন প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে গন সমাবেশ সফল করার লক্ষে দলমত নির্বিশেষে জেলার সকলকে উপস্থিত থাকার আহবান জানান। তাঁরা জানান, ওইদিন সকাল ৮টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে এই সমাবেশ।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস হলো বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির নির্বাচনী প্রতীক হল রিকশা।
সোনালী বার্তা/এমএইচ