ট্রাম্প পুরোপুরি অসংলগ্ন ছিলেন, দাবি কমলা শিবিরের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্ক শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে উভয়ের নির্বাচনী প্রচারশিবির নিজ নিজ প্রার্থীর জয় দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টা) নির্বাচনী বিতর্কে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হন।
বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী শিবির দাবি করেছে, তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন।
ট্রাম্প শিবিরের প্রতিনিধি ক্রিস লাসিভিটা ও সুসি ভিলেস বলেন, ট্রাম্প ‘মার্কিনিদের জন্য একটি সাহসী কর্মপরিকল্পনা’ দিয়েছেন এবং বলেছেন, ‘কীভাবে তিনি তাঁর প্রথম মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন’।
প্রতিদ্বন্দ্বী কমলা সম্পর্কে ট্রাম্প শিবির আরও বলেছে, কমলা জো বাইডেনের নিপীড়নমূলক, বড় বড় সরকারি নীতির অন্ধকারাচ্ছন্ন দিকগুলোই স্মরণ করিয়ে দেন (প্রতিনিধিত্ব করেন); যা তিনি অব্যাহত রাখতে চান।
অন্যদিকে পৃথক কমলার নির্বাচনী প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেন, ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অসংলগ্ন ছিলেন। তিনি ছিলেন রাগান্বিত ও বিশৃঙ্খল।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা নিয়ে ট্রাম্প কোনো অনুতাপ দেখাননি বলেও মন্তব্য করেন ডিলন। তিনি বলেন, ট্রাম্প অগণিত মিথ্যা বলে গেছেন এবং মার্কিনিদের নিত্যপ্রয়োজনীয় বিষয়ে কোনো পরিকল্পনার প্রস্তাব রাখেননি।
ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ৯০ মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজক মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই প্রথম কমলা ও ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নিলেন। ট্রাম্প অবশ্য আগে একবার জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন।
সোনালী বার্তা/এমএইচ