শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

মাদারীপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মো: সাইফুজ্জামান (বিপিএম) এর সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকিরের পরিচালনায় সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকন্ঠ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সুবল বিশ্বাস, সকালের সময়ের প্রতিনিধি এস এম আরাফাত হাসান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিম, আনন্দ টিভির প্রতিনিধি ম ম হারুনুর রশীদ, যায়যায়দিনের প্রতিনিধি মনজুর হোসেন, দিনকালের প্রতিনিধি গাউছ উর রহমান, এশিয়ান এইজ’র সাংবাদিক সাব্বির হোসেন আজিজ, মানবজমিন ও সোনালী বার্তার প্রতিনিধি মহিবুল আহসান লিমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় নবাগত পুলিশ সুপার মো: সাইফুজ্জামান বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করব। সকলের উর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমান করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। তিনি বলেন, ফোন করে নয়, সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি।

এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রতি দেন।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর