মাদারীপুরে কাওয়ালী গানের অনুষ্ঠানকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
মাদারীপুরে কাওয়ালী গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমীতে এ ঘটনা ঘটে। এসময় কয়েক ধাপে দুই গ্রুপের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আহতরা হলেন- আশিক (২২), নেয়ামতউল্লাহ (২১) ও ইখতিয়ার আহমদে (২০)। তাদেরকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশের ন্যায় রোববার দুপুরে মাদারীপুরে ছাত্র জনতার আয়োজনে শহরের শিল্পকলা একাডেমীতে এক কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিল্পকলা একাডেমীর মধ্যে গান পরিবেশন নিয়ে দুই পক্ষের মধ্যে চলে বাকবিতণ্ডা। এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়লে চলে হাতাহাতির ঘটনা। পরে একটি গ্রুপ শিল্পকলার বাইরে চলে যায়।পরে তাঁরা আবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিল্পকলার সামনে গেলে ফের বাঁধে দুই পক্ষের সংঘর্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এসময় আশিক, নেয়ামতউল্লাহ ও ইখতিয়ার আহমদে নামে তিন শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির মাদারীপুর জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ হাছিবুল্লাহ বলেন, সারাদেশের ন্যায় আমরা ছাত্র জনতার উদ্যোগে কাওয়ালী গানের অনুষ্ঠানের আয়োজন করি। এসময় একটি গ্রুপ অনুষ্ঠানকে পণ্ড করার জন্য আমাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ে তাঁরা আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন, তাঁরা আমাদের ছাত্র জনতার কেউনা। এরা ছাত্রলীগের লেভাসধারী সন্ত্রাসী বাহিনী। তাঁরা আমাদের অনুষ্ঠানকে পণ্ড করতে এসেছিল। তারাই এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। তবে আহতদের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোনালী বার্তা/এমএইচ