শার্শায় এই প্রথম প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন
যশোরের শার্শায় এই প্রথম উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনঞ্জু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, ও পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সোনালী বার্তা/এমএইচ