মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
মাদারীপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র ( রাজস্ব) এর সঞ্চালনায় সভায় জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, কিশোর গ্যাং দমন, বিদেশে পাঁচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ নানা অনিয়ম বিষয় নিয়ে মত প্রকাশ করেন জেলার সাংবাদিকবৃন্দরা।
এসময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মাহবুবর রহমান বাদল, জনকন্ঠের প্রতিনিধি সুবল বিশ্বাস, সকালের সময়ের প্রতিনিধি এস এম আরাফাত হাসান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামীম, বিটিভির প্রতিনিধি মেহেদী হাসান সোহান, মানবজমিন ও সোনালী বার্তার প্রতিনিধি মহিবুল আহসান লিমন, আনন্দ টিভির প্রতিনিধি ম ম হারুনুর রশীদ প্রমুখ।
পরে জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, কিশোর গ্যাং দমন,মাদক, সন্ত্রাস, বিদেশে পাঁচারকারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, পাসপোর্ট অফিস, ভূমি রেজিস্ট্রি অফিসসহ যেখানে অনিয়মের ফলে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হয় সেখানের সঠিক তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে। কোনো ভাবেই অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেয়ার সুযোগ নেই। এর জন্যে সবচে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই জেলার কর্মরত সাংবাদিকদের অনুরোধ করছি, যে কোনো বিষয় ডিসি অফিসকে অবহিত করবেন। তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের দরজা সব সময় খোলা থাকবে। যে কারো অভিযোগ থাকলে সরাসরি আমাকে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে পারবেন। বিআরটিএ, এজি অফিসসহ কেউ ঘুষ চাইলে বিষয়টি জানাতেও অনুরোধ করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত দায়িত্ব উপপরিচালক, স্থানীয় সরকার নুসরাত আজমেরী হক।
সোনালী বার্তা/এমএইচ