সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

জবির নতুন ভিসি ড. মুহাম্মদ রেজাউল

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১০(১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ড. রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অবসরে যান।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর